যশোরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১


প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

যশোরে সাত হাজার পিস ইয়াবা ও একটি পিকআপ ভ্যানসহ ডালিম শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর স্কুলের সামনে থেকে র্যাব যশোর ক্যাম্পের মেজর হুসাইন রাইসুল আজম মনির নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। ডালিম শেখ শহরের চাঁচড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে।

র‌্যাব সূত্রে জানায়, ডালিম শেখ নিজেকে পরিবহন শ্রমিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে পিকআপ ভ্যান চালানোর নাম করে মাদকের ব্যবসা করে আসছিল। মঙ্গলবার তিনি সাত হাজার পিস ইয়াবা নিয়ে যশোর থেকে পিকআপে (যশোর-ন-১১-০৬৬৯) করে ঢাকার উদ্দেশ্যে রওয়া দেন।

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ইয়াবা ও পিকআপসহ ডালিমকে আটক করে। এছাড়া ডালিমের বিরুদ্ধে মাদকের আরো কয়েকটি মামলা রয়েছে বলেও র্যাব সূত্রে জানা যায়।    

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।