সাতক্ষীরার শালিখা বাজারে গণচুরি!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:৩৬ এএম, ৩১ জানুয়ারি ২০২১

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা বাজারে গণচুরির ঘটনা সংঘটিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) রাতে সংঘবদ্ধ চোরের দল বাজারের অন্তত ১৪টি দোকানের তালা কেটে নগত টাকাসহ মালামাল চুরি করে।

এ সময় চোরেরা শালিখা বাজারের সভাপতি সাজ্জাত হোসেন সরদারের সার-কীটনাশকের দোকান, প্রভাষক এস আর আওয়ালের ওষুধের দোকান, আবু হাসানের ইলেকট্রনিক্সের দোকান, আরিফুল ইসলাম খোকনের ভ্যারাইটিস স্টোর, জহুরুল ইসলামের মোবাইলের দোকান, মনিরুলের মুদিখানা, লিটনের চায়ের দোকান, আসাদুলের ফ্লেক্সিলোডের দোকান, বিশ্বজিৎ সেনের মুদিখানা, আনারুলের ফলের দোকান, আলিমুদ্দীন গাজীর কম্পিউটারেরর দোকানসহ ১৪টি দোকান থেকে নগত টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

বাজারের চায়ের দোকানদার আরিফুল ইসলাম খোকন বলেন, ‘আমিসহ অনেক দোকানদার মিলে বহুবার বাজার কমিটির কাছে বাজারে নৈশপ্রহরীর নিয়োগের আবেদন নিবেদন করলেও তারা কর্ণপাত করেননি। ফলে চোরেরা এমন ঘটনা ঘটাতে পারল। বাজার কমিটির উদাসীনতাই আমাদের পথে বসাল’।

jagonews24

সকালে বাজারে গিয়ে দেখা যায় অনেক দোকানদার রাস্তার ওপর বসে অঝোরে কাঁদছেন। প্রায় সর্বশান্ত হওয়া ব্যবসায়ীরা প্রশাসনের কাছে চোর শনাক্তসহ ক্ষতিপূরণের দাবি জানান।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্র আটকে অভিযান চলছে।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।