জাল ভোটে সহযোগিতা : যুবলীগকর্মীর ৬ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে সহযোগিতার দায়ে রাজু আহমেদ নামে এক যুবলীগকর্মীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুর জামান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত যুবলীগ নেতা রাজু ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রুস্তম আলীর ছেলে।

এর আগে সকালে হরিণাকুণ্ডু সরকারি বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে যুবলীগকর্মী রাজুকে আটক করা হয়। তিনি দুই কিশোরীকে জাল ভোট দিতে সহযোগিতা করছিলেন। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ওই কিশোরীকে পরিবারের কাছে ছেড়ে দেয়া হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/এএএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।