আবারও সীমান্ত অতিক্রমকালে গ্রেফতার ১২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:২৫ এএম, ৩০ জানুয়ারি ২০২১
ছবি : আব্দুল্লাহ আল মাসুদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী পুরুষ ও শিশুসহ ১২ জনকে গ্রেফতার করেছে বিজিবি।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে শ্যামকুড় সীমান্তের সেজিয়া একাশিপাড়া মোড় থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে। তাদের বাড়ি শরিয়তপুর, বান্দরবান ও ঢাকা জেলায়।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার ঘটনা একটু বেড়েছে। তবে আমরা সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছি প্রতিটি সীমান্ত এলাকায় যেন কেউ অবৈধ সুযোগ কাজে লাগাতে না পারে।

উল্লেখ্য, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই নারীসহ আটজনকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১২টার দিকে শ্যামকুড় সীমান্তের সেজিয়া একাশিপাড়া থেকে তাদের আটক করা হয়

আব্দুল্লাহ আল মাসুদ/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।