জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত : বখাটের কারাদণ্ড


প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৭ নভেম্বর ২০১৫

লালমনিরহাটের কালীগঞ্জে জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে নাজমুল হাসান (১৯) নামে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন আলম এ আদেশ দেন।

বখাটে নাজুমল হাসান ওই উপজেলার দলগ্রাম ইউনিয়নের বরনতল গ্রামের আফতাফ হোসেনের ছেলে।

জেএসসি পরীক্ষার্থীর বাবা জাহেদুল ইসলাম জাগো নিউজকে জানান, প্রতিদিন পরীক্ষায় আসার পথে তার মেয়েকে ওই বখাটে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই ছেলের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বলায় পরেদিন আমাকে ফোন হুমকিও দেয়া হয়। দুপুরে কৃষি পরীক্ষা শেষ বাড়ি ফিরার সময় সে উত্ত্যক্ত করে। এক পর্যায়ে স্থানীয়রা বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে বখাটেকে কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের ভ্রম্যামাণ আদালতে হাজির করা হলে ছাত্রীকে ইভটিজিং করা দায়ে নাজমুল হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রবিউল হাসান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।