আন্ডারওয়্যারে হেরোইন পাচার, গ্রেফতার যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২১

ট্রাভেল ব্যাগের হাতলে থাকা স্পঞ্জ এবং আন্ডারওয়্যারে করে হেরোইন পাচারকালে এক যুবককে গ্রেফতার করেছে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকা যাওয়ার সময় শিরোইল বাস টার্মিনালের মোস্তাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ফুটপাত থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার নাম মো. এমদাদুল হক (২৪)। তিনি গোদাগাড়ী থানার মৃত মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, এমদাদুল হক ট্রাভেল ব্যাগের হাতলের ভেতরের স্পঞ্জ কেটে হেরোইন ঢুকিয়ে সেলাই করেন। এছাড়া তার আন্ডারওয়্যারে লুকানো অবস্থায় চার প্যাকেট হেরোইন পাওয়া যায়। যার প্রত্যেকটির ওজন ৫০ গ্রাম। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ কুমার বর্মণ বলেন, ‘আটক এমদাদুল মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।