বিদ্রোহী হওয়ায় নওহাটা পৌর আ.লীগের সভাপতি বারী খানকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২১

রাজশাহীর পবার নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী খানকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী ও সাধারণ সম্পাদক মাজদার রহমান সরকারের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, পবা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আসন্ন নওহাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী হাফিজুর রহমান হাফিজের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কমকাণ্ডে লিপ্ত হওয়ায় আব্দুল বারী খানকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো। এছাড়া সাংগঠনিক সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো।

এ বিষয়ে বহিষ্কার নেতা আব্দুল বারী খান বলেন, ‘বহিষ্কারের বিষয়টি আমি জানি না। এ বিষয়ে আমাকে কেউ কোনো কাগজ দেয়নি। আমি কিছুই বলতে পারছি না।’

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।