বিএনপির সাবেক এমপিসহ ৩৪ আসামি কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২১

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলায় সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে তাদের কারাগারে পাঠিয়ে আগামি বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রায়ের দিন নির্ধারণ করেন বিচারক মো. হুমায়ুন কবীর।

সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার অভিযোগে মামলায় পুলিশ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনের নামে চার্জশিট দেন। বুধবার (২৭ জানুয়ারি) মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনিসহ ৩৪ নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন। টাইগার খোকন নামে একজন আগে থেকে কারাগারে রয়েছেন। বাকি ১৫ আসামি পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা থেকে মাগুরা যাওয়ার সময় সন্ত্রাসী হামলার শিকার হন। এসময় তিনি অক্ষত থাকলেও সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, জোবায়দুল হক রাসেল, ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, শহিদুল হক জীবন, আবদুল মতিনসহ অনেকে আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন।

সোহাগ হোসেন/ আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।