লক্ষ্মীপুরে ভূমিহীনরা পেলেন জমির দলিল


প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৭ নভেম্বর ২০১৫

লক্ষ্মীপুরের রায়পুরে ভূমিহীনদের মধ্যে সরকারি খাসজমির দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দলিল হস্তান্তর করেন। এসময় ৯২ ভূমিহীন পরিবারকে ৫০ শতাংশ করে জমির দলিল দেয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, পৌরসভার মেয়র এবিএম জিলানী, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) লোকমান হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। সারা দেশে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পরিবর্তনের গতিধারায় সরকার স্বাক্ষর রেখেছে। এজন্য দেশ এগিয়ে যাচ্ছে। সেবা গ্রহীতা হিসেবে নিজেকে মনে করতে হবে। জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হলে দেশ আরও এগিয়ে যাবে।

বিভাগীয় কমিশনার দলিল হস্তান্তরের আগে উপজেলা পরিষদ ও পরে থানার ভেতরে বিভিন্ন শোভা বর্ধণের কাজ পরিদর্শন করেন।

কাজল কায়েস/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।