দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা
গাজীপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৬ জানুয়ারি) নগরীর টঙ্গীর বড় দেওড়া এলাকায় অভিযান চালিয়ে কারখানা মালিককে জরিমানা করেন ভ্রাম্যমান আদালেতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ।
আদালত সূত্র জানান, ওই দিন নিষিদ্ধ পলিথিন জব্দে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বড় দেওড়া এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক আবদুল মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার কাছ থেকে দেড়টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও এক’শ কেজি কাঁচামাল জব্দ করে কারখানা সিলগালা করা হয়।
এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও গাজীপুর আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো. আমিনুল ইসলাম/ আরএইচ/এমএস