খুলনায় মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা
খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের ৫ নেতাসহ ৮ জন সম্ভাব্য মেয়র প্রার্থী দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। ভোটারদের কাছে টানতে তারা দিনরাত নানা দেন-দরবার, গণসংযোগ, সভা সমাবেশ অব্যাহত রেখেছেন।
খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী চালনা পৌরসভা গঠনের পর ২য় বারের মত সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পৌরসভা গঠিত হওয়ার প্রাক্কালে দুইবার বিএনপি নেতা আবুল খয়ের খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে বেশ কয়েক বছর কার্যক্রম চালায়।
এরপর ২০১১ সালে সর্ব প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ড. অচিন্ত্য কুমার মন্ডল মেয়র নির্বাচিত হন। তবে নানা কারণে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতে পারছেন না। তবে আওয়ামী লীগের সিনিয়র নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান, সাবেকসহ প্রচার সম্পাদক ও বর্তমান পৌর আওয়ামী গীগের সাধারণ সম্পাদক সনত কুমার বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা ও অব. চিকিৎসক প্রযুক্তিবিদ আনন্দ লাল সাহা, আওয়ামী লীগ নেতা কবির আহম্মেদ খান দলের কাছে মনোনয়ন দাবি করেছেন।
বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে দলের পৌর নেতা শেখ আ. মান্নান নির্বাচনে অংশ নেবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে তাদের কাউন্সিলর প্রার্থী বাছাই চূড়ান্ত হয়েছে। জাতীয় পার্টির সিনিয়র নেতা অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল নির্বাচনে অংশ নিতে পারে বলে দলের একাধিক সূত্র জানা গেছে।
এসএস/এমএস