খাস জমির মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের সখীপুরে খাস জমি থেকে মাটি কাটার অপরাধে শরাফত আলীকে ৫০ হাজার ও শাহ আলম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানায়, সরকারি ১ নম্বর খাস খতিয়ানের গড়বাড়ি মৌজায় অবৈধভাবে ভ্যাকু দিয়ে মাটি কাটা চলছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মৃত তফসের আলীর ছেলে শরাফত আলীকে ৫০ হাজার ও মৃত আ. রহিম মিয়ার ছেলে শাহ আলম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের বিধি মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এএইচ/জেআইএম