সাত খুনের বিচার নিয়ে রাজনীতি না করার আহ্বান


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৬ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

আলোচিত সাত খুনের বিচার নিয়ে কোনো ধরনের রাজনীতি না করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি। সোমবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সম্মেলনে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আনিসুর রহমান দিপু বলেন, বর্তমান সরকারের একান্তিক প্রচেষ্টায় এ নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ অভিযোগপত্র দাখিল, আসামিদের গ্রেফতার, পলাতক আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনা, সার্বিক এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার কার্যটি যে সময় একটি যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক ওই সময় রাজনৈতিক ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য ঘোলা পানিতে মাছ শিকারের অপপ্রয়াসে অনুমান নির্ভর ভিত্তিহীন ও অযৌক্তিক কথনের মাধ্যমে মামলাটি ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা করা হচ্ছে।

সাত খুনের মামলাটি আদালতে বিচারধীন। কিন্তু এখন যদি কোনো আইনজীবী আসামিরপক্ষে মামলা পরিচালনা করতে চান তাহলে আমরা বাধা দিবো না।

কোনো আসামি যদি উচ্চ আদালতে আবেদন করে তাহলে মামলাটি অন্যত্র চলে যেতে পারে। আর একজন আসামি তার পক্ষে আইনজীবী রাখার আইনগত অধিকার রয়েছে। আইনের সহায়তা পাওয়ার অধিকার যে কোনো আসামির রয়েছে। আমরা চাইনা মামলাটি অন্যত্র চলে যাক। আর আইনজীবী না থাকলে মামলাটি প্রশ্নবিদ্ধ হতে পারে।

নূর হোসেনের মামলাগুলো যে অবস্থানে রয়েছে তা থেকে রিমান্ডের আবেদন করার কোনো সুযোগ নেই। মামলাগুলোর চার্জশিট দেয়া হয়েছে। বিচারধীন মামলায় রিমান্ডে নিতে পারে না। অনেক মামলার নজির আছে আসামির অনু উপস্থিতিতে চার্জশিট দেয়া এবং সাজাও হয়েছে।

উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল, সাবেক সভাপতি অ্যাড. আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাড. মাসুদ উর রউফ, সাবেক পিপি অ্যাড. সুলতানুজ্জামান, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাড. একরামুল হক, সাবেক সহ-সভাপতি অ্যাড. সামসুল ইসলাম ভুইয়া, সমিতির যুগ্ম-সম্পাদক অ্যাড. মুহাম্মদ মোহসীন মিয়া প্রমুখ।

শাহাদাত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।