নলকূপের গর্তে রকেট লাঞ্চার
নলকূপের মধ্যে মিললো রকেট লাঞ্চার। নগরীর পাঁচলাইশ থানায় নলকুপ খননের সময় বহু পুরানো এ রকেট লাঞ্চারটি পাওয়া যায়।
লাঞ্চারটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞদল। পুলিশের ধারণা এটি মুক্তিযুদ্ধের সময়কার। এটির দৈর্ঘ্য প্রায় এক ফুট। মরিচা ধরা শেলটি দুদিকে খোলা ছিল।
সোমবার বিকাল তিনটার দিকে নলকূপ বসানোর কাজে নিয়োজিত শ্রমিকেরা গর্ত খোঁড়ার সময় রকেট লাঞ্চারটি দেখতে পান।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মাহমুদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানা ভবনের পেছনে টিনের ছাউনির সরকারি বাসার পাশের খালি জায়গায় গভীর নলকূপ স্থাপনের জন্য গর্ত খুঁড়ছিলেন শ্রমিকরা। তিন ফুট নিচে ধাতব বস্তুর অবস্থান টের পেয়ে শ্রমিকরা সাবধানে তা তুলে আনলে দেখা যায় রকেট লাঞ্চার শেল। দামপাড়া পুলিশ লাইনে বিশদ পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে।
জীবন মুছা/এসকেডি/পিআর