উত্তরাঞ্চলের যাত্রীরা মৈত্রী ট্রেনে ভ্রমণ সুবিধা থেকে বঞ্চিত


প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৬ নভেম্বর ২০১৫

যাত্রীর সংখ্যা চাহিদার তুলনায় অতিরিক্ত হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে ঈশ্বরদী স্টেশন থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনে ভ্রমণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে উত্তরাঞ্চলের মানুষ।

দুুই দেশের মধ্যে চলাচলকারী যাত্রী সংখ্যা আশানুরূপ হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে ২০০৮ সালের ৩ এপ্রিলের পরে ঈশ্বরদী স্টেশন থেকে যাত্রী উঠা-নামার প্রাথমিক পর্যায়ের প্রক্রিয়া শুরু করা হয়। পরে দুই দেশের রেলওয়ের ডিআরএম পর্যায়ের একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে ইমিগ্রেশনসহ নানা সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনায় স্থান পায়। কিন্তু অদ্যাবধি এ স্টেশন থেকে যাত্রী উঠা-নামার ব্যবস্থা করনে চুড়ান্ত কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। এ কারণে রেলের রাজস্ব আয়ও কম হচ্ছে।

মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের দেশি-বিদেশি দোসরদের গভীর ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সবচেয়ে কাছ থেকে আপনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো ভারত। তারই ধারাবাহিকতায় স্বাধীনতার পর সবসময়ই বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন ও অগ্রগতিকে আরো যুগপোযোগী ও গণমুখী করার জন্য বর্তমান সরকার ২০১১ সালের ৩ ডিসেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন থেকে রেলপথকে বাদ দিয়ে এককভাবে রেলপথ মন্ত্রণালয় গঠন করে।

যার ফলে ব্রিট্রিশ আমলের নিয়ম-কানুন থেকে বেরিয়ে রেলওয়ে বিভাগ স্বতন্ত্রভাবে এগিয়ে চলছে। বর্তমান সরকারের বিগত চার বছরে রেলপথ নির্মাণ, রেললাইন সংস্কার, নতুন ইঞ্জিন ও নতুন নতুন কোচের সংযোজনসহ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম ভারত সরকারের কাছে থেকে ক্রয় করেছে বাংলাদেশ সরকার। সার্কভুক্ত দেশের ট্রানজিটের আলোকে ২০০৮ সালের ৩ এপ্রিল দুই দেশের মধ্যে চালু করা হয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল। ট্রেনটিতে ৩৬ টি এসি, ৮০টি সিন্ধা, ২৮০টি শোভন চেয়ারসহ সর্বমোট ৩শ ২৬টি আসনের ট্রেন নিয়ে ঢাকা-ঈশ্বরদী-বেনাপোল ও কোলকাতার মধ্যে চলাচল শুরু করে।  

এতে করে ঈশ্বরদী,পাবনা, নাটোর,সিরাজগঞ্জ, রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের কোনো লাভ হয়নি। রেলের দায়িত্বশীল একাধিক সূত্র মতে, ঈশ্বরদী স্টেশন থেকে মৈত্রী ট্রেনে যাত্রী উঠা নামার ব্যবস্থা করা হলে প্রতিদিন ৩শ ২৬টিরও বেশি যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে চলাচল করার সম্ভাবনা রয়েছে। ট্রেনটিতে শুধু মাত্র ঢাকা থেকে যাত্রী উঠা নামার ব্যবস্থা থাকায় একদিকে যেমন উত্তরাঞ্চলের মানুষ বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে, রেল কর্তৃপক্ষও প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।  

উত্তরাঞ্চলের শতশত যাত্রীর এই ট্রেনে যাতায়াতের সুযোগ সৃষ্টির দাবিতে গত ২০১৪ সালের ১৭ জুলাই ঈশ্বরদীস্থ নাগরিক ঐক্য পরিষদের পক্ষ থেকে রেলমন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ঢাকা-কোলকাতা-ঈশ্বরদী-বেনাপোল হয়ে চলাচলরত মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীতে পানি ও তেল নেয়ার জন্য স্টপেজ থাকলেও যাত্রী উঠার কোনো সুযোগ নেই। ফলে এ অঞ্চলের যাত্রীরা বাড়তি অর্থ খরচ করে ভিন্ন রুটে বাস বা অন্য কোনো মাধ্যমে কোলকাতায় যাতায়াত করছে। রেল কর্তৃপক্ষের উচিত সকল নিয়ম-কানুন ও  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঈশ্বরদী থেকে যাত্রী উঠা-নামার সুযোগ সৃষ্টি করা করা।

ঈশ্বরদী স্টেশন থেকে মৈত্রী ট্রেনে যাত্রী উঠা-নামার ব্যবস্থা চালু করনের বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন জাগো নিউজকে জানান, রেল কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব নেই। শুধু মাত্র কাস্টমস্ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কাজ করতে না পারায় রেল কর্তৃপক্ষও যাত্রী উঠা নামার ব্যবস্থা করতে পারছে না। বর্তমান অবস্থাতেই মৈত্রী ট্রেনে কমপক্ষে আরো একটি এসি চেয়ার কোচ সংযোজন করা দরকার। ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনটিতে যাত্রী উঠা নামার ব্যবস্থা চালু হলে যাত্রী সংখ্যা ও রাজস্ব আয় বহুগুণে বৃদ্ধি পাবে।

আলাউদ্দিন আহমেদ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।