শরীয়তপুরে পূর্ব শক্রতার জের ধরে হামলায় আহত ৮
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরমালগাঁও বিশ্বাসকান্দি গ্রামে পূর্ব শক্রতার জের ধরে হামলায় আটজন আহত হয়েছেন। এসময় একজন গুরুতর আহত হন।
ডামুড্যা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টায় ধানকাঠি ইউনিয়নের চরমালগাঁও বিশ্বাসকান্দি গ্রামের আবদুল মান্নান বেপারীর ছেলে ধানকাঠি ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মো. মোকবুল হোসেন বেপারী (৪৫) এবং একই গ্রামের মৃত বাবর আলী বেপারীর ছেলে মো. মোশারফ হোসেন বেপারীর (৩৫) সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের আটজন আহত হন।
একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকি সাতজন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছনি। আহতরা হলেন, মো. জসিম বেপারী (৩০), সোহেল বেপারী (২০), হেলেনা আক্তার (৪৫), রিমা আক্তার (২৫), মোশারফ হোসেন (৪০), এমদাদ হোসেন বেপারী (৪০), নুরুল ইসলাম বেপারী ও আবু কালাম (৩০)।
শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি অবস্থায় সোহেল বেপারী জাগো নিউজকে বলেন, মো. মোশারফ হোসেন বেপারীদের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। তারই জের ধরে আমাদের উপর হামলা চালানো হয়।
এ ব্যাপারে ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলিম জাগো নিউজকে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মো. ছগির হোসেন/এমজেড/আরআইপি