আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত দেলোয়ারের দাফন সম্পন্ন


প্রকাশিত: ১১:৫০ এএম, ১৬ নভেম্বর ২০১৫

দক্ষিণ আফ্রিকার ফালাও রাজ্যে সন্ত্রাসী হামলায় নিহত যুবক মো. দেলোয়ার হোসেনের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পশ্চিম চরসীতা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ভোরে তার বড় আবদুল হালিম মরদেহ দেশে নিয়ে আসেন। দেলোয়ার হোসেন স্থানীয় কলাকোপা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ সফিকের ছেলে। গত ৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়েছিল।

কলাকোপা ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইব্রাহিম জানান, দেলোয়ার ও তার বড় ভাই আবদুল হালিম দক্ষিণ আফ্রিকার ফালাও রাজ্যে ব্যবসা করতেন। গত ২১ অক্টোবর রাতে কয়েকজন সন্ত্রাসী তাদের দোকান থেকে কিছু মালামাল নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চায়। এতে তারা বাধা দিলেও কর্ণপাত করেনি। পরের দিন (২২ অক্টোবর) রাতে ওই সন্ত্রাসীরা দোকানে হামলা চালিয়ে দুই ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করে।

এ সময় তারা মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এরপর ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ায়ের মৃত্যু হয়।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।