সিংগাইরে গণধর্ষণ মামলায় গ্রেফতার ২


প্রকাশিত: ১১:০৩ এএম, ১৬ নভেম্বর ২০১৫

সিংগাইর উপজেলার ফোর্ডনগরে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।  রোববার রাতে সাভারের গেণ্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, জিয়ারত হোসেন (৪৩) ও আবু বকর খাঁন (৪৫)। এর আগে একই মামলায় সিরাজুল ইসলাম (৫০) নামে আরেকজনকে গ্রেফতার করে জেলে পাঠায় সিংগাইর থানা পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষিত নারী একটি আসবাবপত্র তৈরি কারখানায় রান্নার কাজ করেন। গত ২৪ অক্টোবর রাতে ওই নারীর ঘরে ঢুকে জোর করে মদ খাইয়ে আবু বকর খাঁন (৪৫), জিয়ারত হোসেন (৪৩), আব্দুর রশিদ (২৭) কাওসার হোসেন (৪২) ও সিরাজুল ইসলাম ধর্ষণ করে। এসময় ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যান। পরের দিন ধর্ষিতার দায়ের করা মামলায় সিরাজুল ইসলামকে গ্রেফতার করে জেলে পাঠায় পুলিশ। অন্য আসামিরা এতদিন পালিয়ে ছিল।

সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যাতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আবু বকর ও জিয়ারত হোসেনকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিএম খোরশেদ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।