ধনবাড়ীতে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:২৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মনিরুজ্জামান বকল ১ হাজার ১৫৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৯৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন পেয়েছেন ৭ হাজার ৮০৪ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে শনিবার সকাল ৮টায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে পৌর সভার নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।

দুপুরে ধনবাড়ী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি সমর্থিত সজল নামের এক যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিএনপি প্রার্থীর সমর্থিতরা গিয়ে ওই কেন্দ্রের পার্শ্ববর্তী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, নৌকার সমর্থিত কাউছারের বাড়িতে ভাঙচুর চালান। এছাড়া সোহেল নামের আরও একজনের মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিন্টু ও কাউছারের পরিবারের অভিযোগ, ধানের শীষ সমর্থিত নেতাকর্মীরা তাদের বাড়িতে হামলা করে কুপিয়ে একটি ঘরের টিনের বেড়া ও আরেকটি ঘরের জানালার গ্লাস ভাঙচুর করে।

এদিকে, একই কেন্দ্রে ভোটারদের ফিঙ্গার রেখে বের করে দেয়ার অভিযোগ উঠেছে নৌকা সমর্থিতদের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মনিরুজ্জামান বকল (নারিকেল গাছ) ও বিএনপি প্রার্থী এসএমএ ছোবহান (ধানের শীষ) এ অভিযোগ তুলেন।

উল্লেখ্য, ধনবাড়ী পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৪৬৩ জন আর নারী ১৫ হাজার ৫৪০ জন। মোট কেন্দ্র ১৫টি। নির্বাচনে চারজন মেয়র প্রার্থী, নয়টি ওয়ার্ডে ২৯ জন কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।