সুনামগঞ্জের তিন পৌরসভায় মেয়র পদে কে কত ভোট পেলেন
দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের সদর, জগন্নাথপুর, ছাতক পৌরসভার নির্বাচন। ফলে তিনটি পৌরসভার মধ্যে দুটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও একটিতে বিএনপির বহিষ্কৃত নেতা জয়লাভ করছেন।
শনিবার (১৬ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে জানান, সুনামগঞ্জের তিনটি পৌরসভায় আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা জেলার তিনটি পৌরসভাকে সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিয়েছি।
সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের মনোনীত তিন প্রার্থী মেয়র পদে নির্বাচন করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাদের বখত নৌকা প্রতীকে ২১ হাজার ৬৮৬ ভোট, বিএনপির মনোনীত প্রার্থী মুর্শেদ আলম ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৮৭০ ভোট ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ রহমত উল্লাহ হাতপাখা প্রতীকে ২ হাজার ৩১৪ ভোট পেয়েছেন।
ছাতক পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত দুই প্রার্থী মেয়র পদে নির্বাচন করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম নৌকা প্রতীকে ১২ হাজার ৮২৩ এত ভোট বিএনপির মনোনীত প্রার্থী ন্যান্সি ধানের শীষের প্রতীকে ৭ হাজার ৯০৮ ভোট পেয়েছেন।
এদিকে, জগন্নাথপুর পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ওই পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্রসহ মোট পাঁচজন প্রার্থী মেয়র পদে নির্বাচন করছেন। এদের মধ্যে
বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার হোসেন চামচ প্রতীকে ৮ হাজার ৩৭৮, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া নৌকা প্রতীকে ৮ হাজার ১৮ ভোট, বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুনুজ্জামান ধানের শীষ প্রতীকে ৮১৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী বিষ্ণু চন্দ্র রায় জগ প্রতীকে ৪০০ ভোট ও মো. আমজাদ আলী শফিক মোবাইল ফোন প্রতীকে ৫৭৫ ভোট পেয়েছেন।
লিপসন আহমেদ/এসজে/এমএস