এ নির্বাচন থেকে সরকারকে শিক্ষা নিতে হবে : কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি , মিজানুর রহমান মিজানুর রহমান নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি ৯টি কেন্দ্রে ভোট পেয়েছেন ১০ হাজার ৭৩৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ৭৭৮ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা রবিউল আলম।

এদিকে, বেসরকারিভাবে ফলাফল ঘোষণার আগে প্রতিটি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে চতুর্থবারের মতো মেয়র পদে জয় সুনিশ্চিত জেনে বিকেলে বসুরহাট রুপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভা করেন আবদুল কাদের মির্জা।

সেখানে তার এ বিজয়কে জনগণ ও আওয়ামী লীগের ত্যাগী নেতাদের উৎসর্গ করে তিনি বলেন, এ নির্বাচন থেকে সরকারকে শিক্ষা নিতে হবে, যোগ্য প্রার্থী দিলে ভোটে জয়লাভ করা যায়।

মিজানুর রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।