বীরগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেনের জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোশারফ হোসেন বাবুল পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে সভাপতির পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোশারফ হোসেন বাবুল মোবাইল প্রতীক নিয়ে ৩ হাজার ৯৯৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ৪৭ ভোটে পরাজিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৪৬ ভোট।

তিনি এর আগেও উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন।

সহকারী রিটার্নিং অফিসার ও বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. নুর-ই আলম বেসরকারিভাবে এ ফলাফল নিশ্চিত করেন।

এমদাদুল হক মিলন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।