কুষ্টিয়ায় জাল ভোট দিতে গিয়ে দুই কিশোর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে এসে আটক হয়েছে দুই কিশোর। জাল স্মার্টকার্ডের মাধ্যমে ভোট দিতে গিয়ে তারা আটক হয়।

আটকরা হলো- তেবাড়ীয়া গ্রামের দুলালের ছেলে মামুন (১৪) ও লিটনের ছেলে সজল (১৬)।

ওই পৌরসভার তেবাড়ীয়া জয়বাংলা প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভার ৮ নম্বর কেন্দ্রের ৬ নম্বর বুথ থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভোটকেন্দ্র সূত্র জানায়, মামুন ও সজল জাল ভোট দেয়ার উদেশ্যে আগে থেকেই জাল স্মার্টকার্ড তৈরি করে রেখেছিল। ওই কার্ড নিয়ে তারা শনিবার ভোট ভোট দিতে যায়। বুথের নির্বাচনী কর্মকর্তারা তাদের জালিয়াতি ধরে ফেলেন।

৬ নম্বর বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার খাইরুল ইসলাম জানান, তারা ভোট দিতে এসে স্মার্টকার্ড দেখালে সেটা জাল বলে প্রতীয়মান হওয়ায় তাদরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান জানান, তারা জাল ভোট দিতে এসে আটক হয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আল-মামুন সাগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।