নেশাজাতীয় ৪৬২ পিস ইনজেকশনসহ আ.লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৬ জানুয়ারি ২০২১

চাঁপাইনবাবগঞ্জে নেশাজাতীয় ৪৬২ পিস ইনজেকশনসহ মুন্সি নজরুল ইসলাম সুজন নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকায় ওই নেতার বাড়িতে অভিযান চালিয়ে ইনজেকশনসহ তাকে আটক করা হয়।

আটক সুজন নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক, মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি, মানবিক বাংলাদেশ সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রায়হান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তার ওষুধের দোকানে এবং পরে তার বালুবাগানের বাড়িতে অভিযান চালিয়ে ৪৬২ পিস ইনজেকশনসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সুজন ২০১৯ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজোলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ‘টিয়া পাখি’ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।

মোহা. আব্দুল্লাহ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।