হাসপাতালের সিঁড়িতেই জন্ম নিল নবজাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২১

পটুয়াখালীর বাউফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতে লাকি আক্তার (২৮) নামের এক মা এক নবজাতকের জন্ম দিয়েছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে বাউফলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

লাকি আক্তার উপজেলার সুলতানাবাদ গ্রামের বাসিন্দা মো. জোবায়ের আম্মেদের স্ত্রী।

লাকি আক্তারের স্বজন রোকেয়া বেগম বলেন, ‘বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে বাড়িতে লাকির প্রসব বেদনা শুরু হয়। রাত দেড়টার দিকে তাকে ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত স্টাফদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। ওই সময় সিঁড়ি দিয়ে হাসপাতালের লেবার রুমে নেয়ার পথে সিঁড়ির ওপরেই একটি পুত্রসন্তান জন্ম দেন লাকি আক্তার।

jagonews24

আরেক স্বজন মাছুমা বেগম বলেন, ‘আমরা ওয়ার্ড নিতে একটা ট্রলি চাই। তখন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বলে, ট্রলির চাকা ভাঙা, ভালো না। আমরা তাদের সাহায্য চাইলেও একটা মানুষ এগিয়ে আসেনি। আল্লাহর রহমতে এখন মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।’

তিনি আরও জানান, জোনায়েদ নামে লাকির তিন বছরের আরও একটি পুত্রসন্তান রয়েছে।

এ বিষয়ে বাউফলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফুল ইসলাম জানান, রেজিস্ট্রি খাতায় লাকি আক্তারের নাম এন্ট্রি করার আগেই তিনি সিঁড়ির ওপরেই সন্তান প্রসব করেন।

মহিব্বুল্লাহ চৌধুরী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।