শেরপুরে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ব্যবসায়ীর মৃত্যু


প্রকাশিত: ১১:৩২ পিএম, ১৫ নভেম্বর ২০১৫

শেরপুর শহরের প্রাণকেন্দ্র নয়ানী বাজারে পৌরসভা কর্তৃক পরিত্যক্ত ঘোষিত কাঁচাবাজার মার্কেট ভবনের ছাদ ধসে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আকরাম হোসেন (৫৫) শহরের মীরগঞ্জ এলাকার সিরাজ বেপারীর ছেলে। তিনি পেশায় একজন মুরগী ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে একদল শ্রমিক কাঁচা বাজার মার্কেটের পরিত্যক্ত ভবনটির পশ্চিম দিকে ভাঙচুরের কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে ওই ভবনের ছাদের একটি অংশ ব্যবসায়ী আকরাম হোসেনের মাথার ওপর ধসে পড়ে।

এতে তিনি গুরুতর আহত হন। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথে তার মৃত্যু ঘটে।

এদিকে, দুর্ঘটনার সংবাদ পেয়ে পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে মেয়র পরিত্যক্ত ভবনটির আশপাশের সকল দোকানপাট সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

হাকিম বাবুল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।