হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিজেই সিজার করলেন সিভিল সার্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০১:১১ এএম, ১৩ জানুয়ারি ২০২১

হাসপাতাল পরিদর্শনে গিয়ে প্রসূতি মায়ের প্রাণ বাঁচাতে নিজেই সিজার করলেন সিভিল সার্জন। এ ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদের নেতৃত্বে টুংগিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদল চিকিৎসক এই অপারেশন করেন।

সংশ্লিষ্টরা জানান, সিভিল সার্জন হাসাপাতাল পরিদর্শনকালে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের রত্না খানম নামে এক নারীর জরুরি ভিত্তিতে অপারেশনের প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে কোনো গাইনি বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ নিজেই অপারেশন করেন। এ সময় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দীনকে এনেস্থেসিওলজিস্ট এবং মেডিকেল অফিসার ডা. আবু নেওয়াজ, ডা. এস এম সাকিবুর রহমান এবং ডা. ইয়ার আলী মুন্সিকে সহকারী সার্জন হিসেবে সঙ্গে নিয়ে অপরেশন সম্পন্ন করেন।

এ বিষয়ে মেডিকেল অফিসার ডা. এস এম সাকিবুর রহমান জানান, হাসপাতাল পরিদর্শনকালে হঠাৎ প্রসব বেদনা নিয়ে হাসপাতালে আসেন রত্না বেগম। তবে তার স্বাভাবিক প্রসবে জটিলতার সম্ভাবনা থাকায় জরুরিভাবে অপারেশন দরকার হয়ে পড়ে। কিন্তু ওই হাসাপাতালে কোনো বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় সিভিল সার্জন নিজেই আমাদেরকে নিয়ে অপারেশন করেন।

 

তিনি আরো জানান, ওই হাসপাতালে দীর্ঘ আড়াই বছর ধরে বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় কোনো অপারেশন হয়নি।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ বিষয়ে বলেন, নানান সমস্যার কারণে দীর্ঘ আড়াই বছর অপারেশন বন্ধ থাকার বিষয়টি দুঃখজনক। অতিসত্তর যাতে অপারেশন চালু করা যায় তার জন্য স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে ডাক্তারের পদায়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।

সুকান্ত সরকার/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।