রাতের আঁধারে কম্বল নিয়ে বেদে পল্লীতে হাজির ডিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০২ এএম, ১৩ জানুয়ারি ২০২১

 

রাতের আঁধারে কম্বল নিয়ে বেদে পল্লীতে গেলেন রংপুুুরের জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১১ টার দিকে নগরীর দমদমায় রংপুুুর-ঢাকা মহাসড়কের পাশের বেদে পল্লীতে গিয়ে তিনি কম্বল বিতরণ করেন।

এ সময় রেড ক্রিসেন্টের ভলান্টিয়াররা কম্বল বিতরণ কার্যক্রমে তাকে সহযোগিতা করেন।

বেদে পল্লীতে থাকা বাসিন্দারা বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন স্যার আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হয়েছেন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ার জন্য ডিসি স্যারকে ধন্যবাদ জানাই।

জেলা প্রশাসক আসিব আহসান বলেন, শীতার্ত মানুষের পাশে রয়েছে রংপুর জেলা প্রশাসন। শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রংপুর জেলায় বরাদ্দকৃত ৫১ হাজার ৬০০ কম্বল বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমেও কম্বল বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া কম্বল নিয়ে প্রকৃত দুস্থ-শীতার্তদের পাশে থাকার জন্যই জেলা প্রশাসনের আজকের এই প্রয়াস।

জিতু কবীর/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।