সীমান্তে শীতার্তদের পাশে বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১২ জানুয়ারি ২০২১

উত্তরের হিমেল হাওয়ার তীব্র শীত থেকে বাঁচতে দিনাজপুরের হিলি সীমান্তে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছেন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ২০ ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় হাকিমপুর (হিলি) ডিগ্রি কলেজ মাঠে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় লে. কর্নেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো বলেন, ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অসহায় হতদরিদ্র মানুষ। তাদের শীত নিবারনের জন্য আমাদের সামান্য উপহার।

তিনি আরও বলেন, সীমান্তের ৯টি বিওপি ও ৩টি বিশেষ ক্যাম্পে মোট দুই হাজার শীতার্তদের মাঝে কম্বল ও সুয়েটার দেয়া হয়েছে।

এমদাদুল হক মিলন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।