বগুড়ায় বিজ্ঞান মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১২ জানুয়ারি ২০২১

বগুড়ায় শুরু হয়েছে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড। ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় ‘কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা’ স্লোগানে এ মেলার উদ্বোধন করা হয়।

jagonews24

বগুড়া জিলা স্কুলে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি আজিজুল কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তামহিনা খাতুন, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হযরত আলী, বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী প্রমুখ।

এবারের মেলায় জুনিয়র গ্রুপে ১৪ ও সিনিয়র গ্রুপে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঁচটি বিজ্ঞান ক্লাব তাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের প্রায় ৫০টি প্রকল্প উপস্থাপন করে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।