ডাস্টবিনের খবর নেই, জমছে ময়লার স্তূপ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:১০ এএম, ১২ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কয়েকটি স্থানে নিয়মিত ময়লা ফেলা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। মানুষের এমন ভোগান্তি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ অনেকের।

সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ও চিটাগাং রোড খানকায়ে মসজিদের পূর্ব পাশে আবর্জনা না ফেলার নির্দেশনা থাকলেও নিয়মিত সেখানে ময়লা ফেলা হচ্ছে। এছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক লোডের পাশে জালকুড়ি এলাকায়ও ময়লা ফেলা হচ্ছে।

সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড থেকে নিয়মিত বাসে উঠেন অফিসকর্মী জাহিদুল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেখছি এখানে ময়লা ফেলা হয়। এতে দুর্ভোগ হলেও এ সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না।

সোহেল নামের এক পথচারী বলেন, এ রাস্তা দিয়ে (খানকায়ে মসজিদের পূর্ব পাশে) অনেক মানুষ চলাচল করেন। দিনের পর দিন স্থানটি ময়লার ভাগাড়ে পরিণত হলেও এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।

jagonews24

তাছাড়াও শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের পশ্চিম পাশেও নিয়মিত ময়লা ফেলা হয়। অতিবৃষ্টি হলে এ স্থানটির ময়লা সড়কে ছড়িয়ে পড়ে। এ সময় উক্ত স্থানজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যার ফলে টিকে থাকা দায় হয়ে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্যানিটারি বিভাগের কর্মকর্তা আলমগীর হিরণ জানান, সিটি করপোরেশনে জনবলের সংকট রয়েছে। এ জনবল দিয়ে অনেক এলাকাতেই কাজ করা সম্ভব হচ্ছে না। তবে বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা অপসারণের লক্ষ্যে পরিচ্ছন্ন কর্মীরা কাজে করে যাচ্ছে।

ওই এলাকার ময়লার স্তূপ অপসারণের বিষয়ে খুব শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এস কে শাওন/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।