বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন মোরেলগঞ্জের মনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১১ জানুয়ারি ২০২১

অডিও শুনুন

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এস এম মনিরুল হক তালুকদার মনিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদের অপর দুই প্রার্থী বিএনপির ফরহাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ জব্বার মনোনয়নপত্র প্রত্যাহার করায় এই পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী হয়ে যান মনিরুল হক তালুকদার। তিনি মোরেলগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র।

সোমবার (১১ জানুয়ারি) এস এম মনিরুল হক তালুকদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহম্মেদ।

পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে মোরেলগঞ্জে কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থী রয়েছেন।

শওকত আলী বাবু/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।