ফরিদপুরে গণপিটুনিতে ৪ ডাকাত নিহতের ঘটনায় মামলা
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নের চৌধুরীডাঙ্গী গ্রামে গণপিটুনিতে চারজন নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। রোববার চৌধুরীডাঙ্গী গ্রামের মমিন খা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে, পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আরো ১২শত জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছে।
কোতয়ালী থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার পর্যন্ত মরদেহ তিনটি সনাক্ত করা হয়েছে। তবে একটি মরদেহ বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে। গণপিটুনিতে নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে ফরিদপুরের দুইজন এবং বাঘেরহাটে একজন বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, শনিবার ভোরে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চৌধুরীডাঙ্গী গ্রামে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে চারজন নিহত হন।
নিহতরা হলেন, বোয়ালমালী উপজেলার চতর ইউনিয়নের খাড়াপাড়া গ্রামের আ. ছালাম সেকের ছেলে খোকন ওরফে ইয়াছিন (৩৮), একই ইউনিয়নের চরকান্দি গ্রামের কাওছার মীরের ছেলে তুষার মীর (৩৩) এবং বাঘেরহাটের চিতলমারী থানার বড় বাড়িয়া গ্রামের মৃত সৈয়দ আলী সেখের ছেলে সোহেল সেক (৩০)।
এস এম তরুন/এআরএ/পিআর