নরসিংদীতে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৫ নভেম্বর ২০১৫

নরসিংদীতে মাদক মামলায় দুই নারীসহ ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার বিকেলে অতিরিক্ত দায়রা জজ মো. শাহীন উদ্দিন এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত আসামিদের প্রত্যেককে ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষীপুর উত্তর পাড়া গ্রামের বকুল মিয়ার স্ত্রী মিনা বেগম, মৃত মনির মিয়ার স্ত্রী আছমা বেগম, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী জেলেপাড়ার মনি চন্দ্র দাসের ছেলে হরে কৃষ্ণ ও একই জেলার ফতুল্লা উপজেলার ফাজিলপুর গ্রামের সাহেব আলীর ছেলে আক্তার মিয়া।

রায় ঘোষণার সময় আদালতে আছমা বেগম ও আক্তার মিয়া উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছে।

আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি দ্বীন ইসলামকে অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদান করে।

জেলা আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ আসামিদেরকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের দেয়া অভিযোগপত্র ও স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

সঞ্জিত সাহা/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।