গোদাগাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২১

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তসলিম উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দারিয়াপুর হাতাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তসলিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মাস্টারপাড়া এলাকার মৃত এজার উদ্দিন উদ্দিন মন্ডলের ছেলে।

খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন অর-রশিদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় গোদাগাড়ী মডেল থানার একটি দল।

ঘটনাস্থল থেকেই মামুন অর-রশিদ জানান, তিন ছেলে ও তিন মেয়ের জনক বৃদ্ধ তসলিম উদ্দিন। গোদাগাড়ীর বালিয়াঘাটা এলাকায় জমি বর্গা চাষ করতেন তিনি। সেই জমি দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মামুন জানান, ওই বৃদ্ধ চাঁপাইনবাবঞ্জের দিক থেকে মহাসড়ক ধরে বাইসাইকেল নিয়ে আসছিলেন। বালিয়াঘাটায় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। ওই আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এসআই মামুন আরও বলেন, খবর পেয়ে স্বজনরা এসে মরদেহ নিয়ে গেছেন। তাদের এ নিয়ে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ফেরদৌস সিদ্দিকী/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।