ভাতের পাতিল নামাতে গিয়ে জামায় আগুন লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৭ জানুয়ারি ২০২১
প্রতীকী ছবি

বগুড়ায় ভাতের পাতিল নামাতে গিয়ে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুটির নাম জান্নাতি (৯)। সে শিবগঞ্জ উপজেলার নাগর বন্দর (কালিপাড়া) এলাকার জাকারিয়ার মেয়ে।

জান্নাতি আল-আদাব মাল্টিমিডিয়া মডেল মাদরাসার তৃতীয় শেণির শিক্ষার্থী ছিল।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ জানুয়ারি সকালে গ্যাসের চুলা থেকে ভাতের পাতিল নামানের সময় অসাবধানতাবশত জান্নাতির জামায় আগুন লেগে যায়। সে চিৎকার করলে পাশের বাড়ি থেকে তার মা দ্রুত এসে আগুন নেভান। তবে ততক্ষণে তার পুরো শরীর আগুনে ঝলসে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

দগ্ধ জান্নাতির অবস্থা সংকটাপন্ন দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।