পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, অসুস্থ ৩ মেয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

কিশোরগঞ্জের ইটনায় পটকা মাছ খেয়ে স্বামী-স্বীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ হয়েছে এক শিশুসহ তিন মেয়ে।

মৃতরা হলেন- সঞ্চিতা মালাকার (৪০) ও তার স্বামী লনা মালাকার (৫০)। আশঙ্কাজনক অবস্থায় অসুস্থদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, পূর্ব গ্রামের লনা মালাকার ও তার পরিবারের লোকজন মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পটকা মাছ দিয়ে ভাত খায়। এর কিছুক্ষণ পরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। মাঝ রাতে বাড়িতেই মারা যান লনা মালাকার। অন্যদের বুধবার (৬ জানুয়ারি) ভোরে ইটনা হাসপাতালে নেয়ার পর সেখান থেকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান সঞ্চিতা মালাকার।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের তিন মেয়ে সীমা মালাকার (১৬), তমা মালাকার (১৩) ও প্রিমা মালাকার (৫)।

নূর মোহাম্মদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।