আ.লীগ নেতাকর্মীরা লুটপাট করে নিজেদের উন্নয়ন করছে : আফরোজা আব্বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৬ জানুয়ারি ২০২১

উন্নয়নের নামে দেশে সরকারদলীয় নেতাকর্মীরা লুটপাট করে নিজেদের উন্নয়ন করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র দখল করে দেশে নির্যাতন, খুন ও গুম করছে। অথচ এসবের কোনো বিচার হচ্ছে না, বিচার পাওয়ার অধিকারও মানুষের নেই।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে জেলা মহিলা দল আয়োজিত শোকসভায় তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন।

সভায় কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ কোনো বিচার পাচ্ছে না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সব অপকর্মের বিচার করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ করিম প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি দুষ্কৃতকারীদের হাতে নিহত হন টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর ও বিএনপি নেত্রী হাফিজা বেগম। ওই ঘটনার প্রতিবাদে জেলা জাতীয়তাবাদী মহিলা দল এ শোকসভার আয়োজন করে।

আরিফ উর রহমান টগর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।