আদালতের নথি চুরির অভিযোগে কারাগারে আইনজীবী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২১

রাজবাড়ী আদালত থেকে নথি চুরির অভিযোগে সুদীপ্ত গুহ আশিষ নামে এক আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভুইয়া এ আদেশ দেন।

জানা যায়, গত ৩০ অক্টোবর রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুল ওদুদ নথি চুরির অভিযোগে আইনজীবী সুদীপ্ত গুহ আশিষসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ৪ নভেম্বর রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন অভিযুক্ত আইনজীবীর সদস্যপদ স্থগিত করেন।

নথি চুরির মামলায় সুদীপ্ত গুহ আশিষ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে আজ বুধবার রাজবাড়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজবাড়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার কে এম রফিকুল হুদা বলেন, অভিযুক্ত আইনজীবী জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রুবেলুর রহমান/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।