হবিগঞ্জে পাখি শিকারির কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৩ জানুয়ারি ২০২১

হবিগঞ্জের বাহুবলে রনি আহমেদ নামের এক পাখি শিকারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ জানুয়ারি) উপজেলার পুটিজুরি ইউনিয়নের কল্যাণপুর নামক স্থানে পাখি বিক্রির সময় তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে বিপুল পরিমাণ পাখি জব্দ করা হয়েছে।

jagonews24

রনি আহমেদ উপজেলার বালিধারা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

জেলা প্রশাসনের মিডিয়া অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, কল্যাণপুরে পাখি বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত আটক করেন রনিকে। পরে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। পরে এ সকল পাখি অবমুক্ত করে দেয়া হয়।

এখলাছুর রহমান খোকন/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।