শায়েস্তাগঞ্জে বেড়েছে চুরি-ছিনতাই, আতঙ্কে নারী শ্রমিকরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১১:৪৯ এএম, ০২ জানুয়ারি ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বেশ কিছুদিন ধরে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে। সাধারণ মানুষ বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন।

শায়েস্তাগঞ্জ উপজেলার বেশিরভাগ শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে অলিপুরে। যা ‘অলিপুর শিল্পাঞ্চল’ হিসেবেই বেশি পরিচিত। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় হাজার হাজার শ্রমিকের এখানে আসা-যাওয়া।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোম্পানি ছুটির সময়টিকেই মোক্ষম সময় হিসেবে বেছে নেন ছিনতাইকারী। ইদানীং শীত আর কুয়াশা বেড়ে যাওয়ায় এর সুযোগ নিচ্ছেন তারা। এ সুযোগে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর পুরাতন রেলগেট, স্কয়ার গেট, পুরাসুন্দা, সুতাং বাছিরগঞ্জ, নুরপুর, নতুন ব্রিজ এসব পয়েন্টে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে।

তবে প্রায়ই বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয় শ্রমিকদের। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল চুরিরও খবর পাওয়া গেছে।

habbi1

সম্প্রতি অলিপুরে পূবালী ব্যাংকের এটিএম বুথে ডাকাতির চেষ্টা করা হয়। এজন্য সিকিউরিটি গার্ডকে বেঁধে এটিএম মেশিন ভাংচুর করে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরাও ভেঙে ফেলে তারা। শুধু তাই নয়, দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএলের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে তামা, রড, খাদ্যদ্রব্যসহ হরেক রকমের জিনিস সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকি দিয়ে চুরি হয়ে যাচ্ছে।

জানা গেছে, এসব ঘটনার সঙ্গে কয়েকটি সংঘবদ্ধ চক্র জড়িত। এসব চক্ররাই রাতে চুরি করে, আবার দিনে কখনো কখনো ছিনতাইয়ে জড়িয়ে পড়ে।

এদিকে অলিপুর শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠলে প্রায় ছয় বছরেও এখানে শিল্প পুলিশের (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) কোনো ক্যাম্প স্থাপন করা হয়নি। বিশেষ করে শিল্পাঞ্চল এলাকায় চুরি-ছিনতাই রোধ করতে গেলে শিল্পাঞ্চল পুলিশের ক্যাম্প স্থাপন জরুরি বলছেন সংশ্লিষ্টরা।

habbi1

এ ব্যাপারে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার (জিএম) হাসান মো. মন্জুরুল হক জাগো নিউজকে বলেন, ‘আমাদের ফ্যাক্টরির ভেতর থেকে প্রায়ই চুরি হচ্ছে বিভিন্ন মালামাল। নিরাপত্তা প্রহরীদের চোখকে ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এছাড়া আমাদের শ্রমিক বিশেষ করে নারী শ্রমিকরা প্রায়ই ছিনতাইকারীর কবলে পড়েন।’

তিনি বলেন, যেহেতু অলিপুর শিল্পাঞ্চল, তাই শিল্প পুলিশ ক্যাম্প এখানে স্থাপন করা খুবই জরুরি। তা নাহলে শ্রমিক ও ফ্যাক্টরির নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে থাকি। ইতোমধ্যে এলাকার চিহ্নিত চোরদের গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, কোম্পানির ছুটির সময় পুলিশ থাকে। তারপরও মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে যায়। শিল্পাঞ্চল এলাকায় টহল আরও জোরদার করা হবে। সাদা পোশাকেও পুলিশ টহল দেবে।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।