বন্যহাতির তাণ্ডবে ৯ ঘর লন্ডভন্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০

গভীর রাতে একপাল বন্যহাতির তাণ্ডবে রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের দুর্গম পূর্ব চাইল্যাতলী গ্রামের ৯টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘরবাড়ি ফেলে জীবন বাঁচাতে পালিয়েছেন গ্রামের বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে বন্যহাতির দল। এ সময় ঘরে রাখা চাল ও ধান নষ্ট করেছে ক্ষুধার্ত হাতির দলটি।

jagonews24

বুধবার (৩০ ডিসেম্বর) রাত প্রায় ৩টার দিকে বন্যহাতির একটি দল গ্রামে হানা দেয়। এ সময় জীবন বাঁচাতে গ্রামের বাসিন্দারা স্থানীয় বিদ্যালয়ে আশ্রয় নেন। প্রায় দুই ঘণ্টা তাণ্ডব চালিয়ে গ্রামের ৯টি বসতঘর ভাঙচুর করে। তবে ৫টি ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

jagonews24

ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, গভীর রাতে হাতির দল গ্রামে ঢুকে বেশ কয়েকটি ঘরের ক্ষতি করেছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। তবে প্রায় সময় বন্যহাতির দল গ্রামে ঢুকে জানমালের ক্ষতি করে। এ অবস্থা থেকে মুক্তির জন্য হাতি প্রবেশের রাস্তায় ব্যারিকেড দেয়া প্রয়োজন।

শংকর হোড়/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।