রাজশাহীতে হুজির আঞ্চলিক কমান্ডারসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশের (হুজি) আঞ্চলিক কমান্ডারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় নগরীর মতিহার থানাধীন খড়খড়ি বাজার এলাকার রাজশাহী-ঢাকা বাইপাস মহাসড়কে বিশেষ চেকপোস্টে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, হুজির আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল (৪১) ও তার সহযোগী আবদুল আজিজ ওরফে নোমান (২৩)।

মুফতি ইব্রাহিম খলিল যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আবদুল আজিজ ওরফে নোমান নোয়াখালির কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট এলাকার মোশারফ মঞ্জিলের ছেলে।

পুলিশ জানায়, মুফতি ইব্রাহিম খলিল খুলনা ও রাজশাহী অঞ্চলের হুজির আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন। নোমান হুজির নব্য সদস্য ও সমন্বয়কারী। অভিযানে বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। দুপুরে তাদের রাজশাহী মহানগর পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

এ সময় নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, তারা সবাই হুজির নেতা মুফতি হান্নানের অন্যমত সহযোগী। আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় তারা সংগঠন পুনর্গঠনে কাজ করছিলেন। তাদের সঙ্গে আরও চারজন ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।

গোলাম রুহুল কুদ্দুস আরও বলেন, পলাতক চারজনসহ এই দুজনের নামে নগরীর মতিহার থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।