৪ দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল টেকনোলজস্টি এ ফার্মাসিস্ট সমন্বয় পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। পরে বেলা সাড়ে ১১টা থেকে ১২ টা পর্যন্ত টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ ফার্মাসিষ্ট সমন্বয় পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্য সচিব রুস্তম আলী, শরীফ হোসেন, শফিকুল ইসলাম ও অজিত চন্দ্র দাস প্রমুখ।
দাবিগুলো হলো- অনতিবিলম্বে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের স্থগিতকৃত নিয়োগ চালুকরণ এবং স্বায়ত্ত্বশাসিত হাসপাতাল ও ইনস্টিটিউটে নতুন পদ সৃষ্টি করে বেকার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত হাসপাতাল, ইনস্টিটিউট ও শিক্ষা প্রতিষ্ঠানে পদ সৃষ্টি করে নিয়োগ প্রদান করতে হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত নীতিমালা বর্হিভূত মেডিকেল টেকনোলজি কোর্স পরিচালনা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সরকারি চাকরিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজমস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১০ম গ্রেডে উন্নীত করতে হবে।
এসএস/এসএম