ফেনীতে ট্রেনে কাটা পড়ে ডাক্তার নিহত


প্রকাশিত: ০৬:২৭ এএম, ১৪ নভেম্বর ২০১৫

ফেনীতে ট্রেনে কাটা পড়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. পিসি বণিক (৬৩) নিহত হয়েছেন। শনিবার ভোরে শহরের সহদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের মাস্টারপাড়ার বাসা থেকে ভোরে প্রাতভ্রমণে বের হন ডা. পিসি বণিক। এ সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইন ধরে হাঁটার সময় সহদেবপুর এলাকায় চট্টগ্রামগামী তুর্ণা নিশিতা ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। ডা. পিসি বণিকের মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনর সভাপতি ড. মঞ্জুর ইকবাল ও সাধারণ সম্পাদক ডা. সাহেদুল ইসলাম কাওসার।

ফেনী রেলওয়ে স্টেশনস্থ জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজবাউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এসএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।