লোহার ফাঁদে ধরা পড়লো মেছো বাঘ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:১০ এএম, ২৯ ডিসেম্বর ২০২০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুড়া গ্রাম থেকে মেছো বাঘ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদ্দামের নেতৃত্বে বাঘটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, কালাইনজুড়া গ্রামের পাশে একটি ঝোপের মধ্যে মেছো বাঘটি আস্তানা গড়ে তোলে। ঝোপের পাশে খামার থেকে বাঘটি প্রায়ই হাঁস শিকার করতো। মেছো বাঘটিকে ধরতে রাতে লোহার ফাঁদ পাতেন কৃষক ফজর আলী। ফাঁদে বাঘটি আটক করার পর তিনি বানিয়াচং থানাকে অবহিত করেন। খবর পেয়ে বাঘটিকে উদ্ধার করে হবিগঞ্জ বন বিভাগের কর্মকর্তা রেহান মোহাম্মদের কাছে হস্তান্তর করে থানা পুলিশ।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, এসব পশু পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কোথাও বাঘসহ বন্যপ্রাণী আটক করা হলে হত্যা না করে থানায় অবহিত করার আহ্বান জানান। পুলিশের মাধ্যমে এসব পশুকে বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।