বড়লেখায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:০০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম দুপুরে বলেছেন, বড়লেখা ডিগ্রি কলেজ সেন্টারে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মৌলভীবাজারে বড়লেখা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দশটি কেন্দ্রে স্বতঃস্ফূতভাবে ভোট দেন ভোটাররা।

এবার এ নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বিএনপির আনোয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম।

নয়টি ওয়ার্ডে ২৬ কাউন্সিলর ও ১১ জন নারী কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৩ জন।

প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পেরে ভোটাররা স্বস্তি প্রকাশ করেছেন।

আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী দুজনই জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।