ভোটকেন্দ্রে চা-বিস্কুট বেচে মেহরাবের আয় পাঁচশ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০

প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় নির্বাচন চলছে আজ। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম পৌর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। নির্বাচনকে কেন্দ্র করে ৭ম শ্রেণির শিক্ষার্থী মেহরাব হোসেন (১৪) ভোরেই এসে শখের বশে বসে গেছেন পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ভোটকেন্দ্র বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে।

ছোট একটা টেবিলে চা, বিস্কুট, কেক ও পান বিক্রি করছে সে। ভোর থেকে দুপুর পর্যন্ত প্রায় দুই হাজার টাকার খাবার সামগ্রী বিক্রি করেছে সে। মেহরাব কুড়িগ্রাম পৌর এলাকার কৃষ্ণপুর দালালী পাড়া এলাকার মাহমুদ হাসানের ছেলে।

jagonews24

সোমবার (২৮ ডিসেম্বর) নির্বাচনী দিনে দুপুর ১টায় জেলা শহরের বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে মেহরাব সহ আরও অনেকের ভ্রাম্যমাণ দোকানের এমন চিত্র দেখা যায়।

মেহরাব জানান, নির্বাচনকে কেন্দ্র করে ভোর থেকেই এলাকার অনেকেই ছোট ছোট খাবারের দোকান নিয়ে বসেছেন। তাদের দেখে আমিও শখের বসে চা, বিস্কুট, কেক ও পান বিক্রি করতে বসেছি। দোকানের প্রায় সব খাবার বিক্রি হয়ে গেছে। বাকি খাবার সামগ্রী ভোটগ্রহণ চলাকালীনই শেষ হয়ে যাবে আশা করছি। আমার প্রায় পাঁচশ টাকার মতো লাভ হয়েছে। জীবনের প্রথম আয়ে আমি খুবই খুশি।

jagonews24

একই এলাকার অপর এক ভ্রাম্যমাণ দোকানদার আজিজ বলেন, আমি সকালে এসে এখানে চা, বিস্কুট, পান, সিগারেটের দোকান দিয়েছি। এখন পর্যন্ত প্রায় তিন হাজার টাকার খাবার সামগ্রী বিক্রি করেছি। তবে মেহরাবের মতো একজন স্কুলের ছাত্রের আয়ের প্রচেষ্টা দেখে খুবই ভালো লাগছে। আশা রাখি সে জীবনে ভালো কিছু করতে পারবে।

ক্রেতা আয়নাল হক জানান, আমি ভোট দিতে এসেছি। ভোটকে কেন্দ্র করে আজকে অনেকের আয় হচ্ছে। তা দেখে খুবই ভালো লাগছে।

মাসুদ রানা/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।