খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুয়া সাংবাদিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১২:৩৮ এএম, ২৮ ডিসেম্বর ২০২০

খাগড়াছড়ির মহালছড়িতে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আব্দুল জলিল নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে মহালছড়ি থানা পুলিশ। অভিযুক্ত আব্দুল জলিলের বাড়ি মহালছড়ির লেমুছড়ি এলাকার কাটিংটিলা গ্রামে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীকে (১৫) সাংবাদিক বানিয়ে চাকরি পাইয়ে দেয়া এবং বিয়ের প্রলোভন দেখান অভিযুক্ত জলিল। রাজধানী থেকে আসা একজন ‘বড় মাপের খ্যাতিমান’ সাংবাদিকদের প্রেস কনফারেন্সের নাম করে শনিবার তিনি মেয়েটিকে জেলা সদরের একটি হোটেলে নিয়ে যান। সেখানেই তাকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত।

মেয়েটি বাড়ি ফিরে ঘটনার কথা তার মাকে জানায়। শনিবার তার মা বাদী হয়ে সাংবাদিক নামধারী আব্দুল জলিলের বিরুদ্ধে মামলা দায়েরের একদিন পর রোববার সন্ধ্যায় মহালছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ ও মো. শেখ ইফতেখার মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল আব্দুল জলিলকে গ্রেফতার করে।

রোববার রাতেই তাকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

মুজিবুর রহমান ভুইয়া/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।