শার্শায় তাইজেল বাহিনীর হামলায় আহত ৮


প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৩ নভেম্বর ২০১৫

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে তাইজেল বাহিনীর হামলায় নারী পুরুষসহ ৮ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আব্দুল কাদের (৫০), ওহিদুল ইসলাম (৪০), খাদিমুল ইসলাম (৫৫), ওয়াজেদ আলী (২৮), তুষার (২৫), আলীফ (২২), মাজেদা খাতুন (৩৫), হামিদা বেগম (৫০)।

এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ শার্শার দাউদখালী গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ও স্বর্ণ চোরাকারবারী তাইজেল বাহিনীর সদস্যরা নিকারী সম্প্রদায়ের নারী-পুরুষের উপর হামলা চালায় এবং কয়েকটি বাড়িতে ভাংচুর করে। এ সময় হামলায় তারা আহত হন।

তারা আরো জানান, এ ঘটনার কিছুক্ষণ পর তাইজেল বাহিনীর সদস্যরা নিজেদের একটি ঘরে আগুন ধরিয়ে দেয় এবং আবারো হামলা চালায়। পরে আহত ওহিদুলকে ধরে নিয়ে লোহার শিকল দিয়ে বেধে পিটিয়ে জখম করে এবং তাইজেল নিজেই পুলিশকে খবর দেয়।
 
বাগআঁচড়া পুলিশ ইনচার্জ (তদন্ত কেন্দ্র) এসআই বায়েজিদ জানান, হামলার খবর পেয়ে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এলাকাবাসী জানিয়েছে ঘরে আগুন দেয়ার ঘটনাটি সাজানো। যেহেতু তাইজেল সন্ত্রাসী প্রকৃতির লোক তাই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাটি আমি শুনেছি এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে। গত কয়েকদিন আগেও তাইজেল বাহিনীর সদস্যরা নিকারী সম্প্রদায়ের উপর হামলা চইলয়েছে।

ঐ ঘটনায় তাইজেল বাহিনীর নামে মামলা হওয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে উল্লেখ করে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।